নব্য আ. লীগারদের কাউন্সিলর বানানোর অভিযোগ

দলের দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে নেত্রকোনা সদর উপজেলার কারিয়ারা-গাবরাগাতি ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন কমিটি গঠনের জন্য নব্য আওয়ামী লীগারদের কাউন্সিলর বানানোর ‘পাঁয়তারা’ করছেন বলে অভিযোগ করেছেন প্রতিপক্ষের নেতাকর্মীরা।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের অজহর রোডের শতদল গোষ্ঠীর কার্যালয়ে কালিয়ারা-গাবরাগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন ফকিরের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন ফকির বলেন, আগামী ২৫ নভেম্বর নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে গত ১৫ নভেম্বর কালিয়ারা-গাবরাগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।
‘সদর উপজেলার জনৈক নেতার নির্দেশে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন দলের দীর্ঘদিনের নিবেদিত প্রাণ ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিএনপি থেকে যোগদানকারী নব্য আওয়ামী লীগার এবং তাঁর অনুগত ও পছন্দসই নেতাকর্মীদের নিয়ে প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করেন। পাশাপাশি ইউনিয়ন কমিটির সম্মেলনের জন্য কাউন্সিলরদের তালিকা তৈরি করেন।’
সম্মেলনের সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা কাউন্সিলরদের নামের তালিকা চাইলেও সভাপতি সম্মেলনের একদিন আগেও সেই তালিকা দেননি বলে অভিযোগ করেন মমতাজ উদ্দিন ফকির। তিনি আরো বলেন, ত্যাগী নেতাকর্মীদের নাম কাউন্সিলরদের তালিকায় না থাকায় সম্মেলন শুরুর সময়ই যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা ও উপজেলা নেতাদের সামনেই এ নিয়ে বাকবিতণ্ডা ও চরম হট্টগোল হয়। একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটে।
সংবাদ সম্মেলন থেকে দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের কাউন্সিলর করে পুনরায় কালিয়ারা-গাবরাগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন করার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী মো. আবু সিদ্দিক, আলী হায়দার খান রুপ্তন, কে এম আজাদুল আলম, আবদুল হাশিম, বারেক তালুকদার, আলী হায়দার, আবদুর রাজ্জাক মণ্ডল প্রমুখ।