ভৈরব বাসস্ট্যান্ডে সওজের উচ্ছেদ অভিযান

কিশোরগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ ফুটপাত দখলদারদের উচ্ছেদে অভিযান চালিয়েছে ভৈরব সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এ সময় ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ টিকেট কাউন্টারসহ কয়েকশ দোকানপাট উচ্ছেদ করা হয়। মহাসড়কের ওপর বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামা বন্ধ ও যাত্রীদের নিরাপদ যাতায়াতকে নিশ্চিত করতে আজ বৃহস্পতিবার দুপুরে এই অভিযান চালানো হয়।
ভৈরব হাইওয়ে পুলিশের সহায়তায় এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সওজের উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদ সালেহীন, উপসহকারী প্রকৌশলী তাহের উদ্দিন, ভৈরব পৌরসভার মেয়র, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা মো. সুলায়মান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুসহ ‘নিরাপদ সড়ক চাই আন্দোলনের’ ভৈরব শাখার কর্মীরা ।
এর আগে আজ বৃহস্পতিবার সকালে ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় চত্বর এলাকায় ‘নিরাপদ সড়ক চাই আন্দোলনের’ মাসব্যাপী কর্মসূচির সমাপনী দিনে আলোচনা ও সড়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি এস এম বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও লুবনা ফারজানা, ভৈরব পৌরসভার মেয়র ফখরুল আলম আক্কাছ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা মো. সুলায়মান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন কাজল, ভৈরব রিপোর্টার্স ক্লাবের সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘নিরাপদ সড়ক চাই’ ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভৈরবের সব সড়ক-মহাসড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে যা যা করণীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। এতে কোনো সংগঠন বা গোষ্ঠীর লোক বলে কেউ নিস্তার পাবে না। সড়ক অনিরাপদ করে যারাই অবৈধ দখলবাজি করবে, তাদের বিরুদ্ধে প্রশাসন জেল, জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করবে। কোনো তদবির বা সুপারিশ গ্রহণ করা হবে না।
এ সময় বক্তারা সড়ক নিরাপদ রাখতে পরিবহন মালিক-শ্রমিকসহ যাত্রী সাধারণের সহযোগিতা কামনা করেন।