সরকারি কর্মীদের স্বচ্ছতার সঙ্গে অর্থ খরচের আহ্বান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মহিউদ্দিন খান আলমগীর আজ মঙ্গলবার দুপুরে নওগাঁয় জেলা প্রশাসন মিলনায়তনে মতবিনিময় সভা করেন। ছবি : এনটিভি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা জনগণের সেবকমাত্র। সরকারের বরাদ্দকৃত অর্থ স্বচ্ছতা ও সততার সঙ্গে কেবল সরকারের নীতিমালার আওতায় ব্যয় করার জন্য তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
আজ মঙ্গলবার দুপুরে নওগাঁয় জেলা প্রশাসন মিলনায়তনে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সরকারি আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধাচারবিষয়ক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মহিউদ্দিন খান আলমগীর।
জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালেক, পুলিশ সুপার মো. মোজাম্মেল হকসহ জেলা পর্যায়ের সব কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।