চাঁপাইনবাবগঞ্জে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া, দুদিনে আক্রান্ত ২০০

চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার হরিপুর, দ্বারিয়াপুর, উপরাজারামপুরসহ কয়েকটি মহল্লায় হঠাৎ করে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। গত দুদিনে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রায় ২০০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নাদিম সরকার জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত ভর্তি হয়েছেন ৭৩ জন। এর আগে বৃহস্পতিবার সকালের দিকে ভর্তি হয়েছিলেন আরো ১১০ জন। তাঁদের মধ্যে কিছু রোগীর অবস্থা উন্নতি হলে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। হাসপাতালে এখন ১৪৫ জন ভর্তি রয়েছেন।
তিনি আরো বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে গত দুদিনে ডায়রিয়া আক্রান্ত হয়ে যাঁরা চিকিৎসা নিয়েছেন, তাঁদের বেশিরভাগই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মহল্লার। রোগীর সংখ্যা অতিরিক্ত হওয়ায় তাঁদের হাসপাতালের বারান্দা ও করিডোরে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনরা অভিযোগ করেন, পৌরসভার সরবরাহ করা পানি পান করেই তাঁরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন।
তবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র জানান, পৌরসভার পানি থেকেই ডায়রিয়া হচ্ছে এখনো এমনটা বলা যাবে না। তবে এ নিয়ে পৌরসভার কর্মকর্তারা কাজ করছেন। ওই সব এলাকায় সরবরাহ করা পানি ফুটিয়ে পান করার জন্য মাইকিং করা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে।