শ্রমিক লীগের পাল্টাপাল্টি সমাবেশ, ঈশ্বরগঞ্জে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী বাজারে জাতীয় শ্রমিক লীগের দুই পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ওই এলাকায় আজ রোববার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
ঈশ্বরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার জানিয়েছেন, ১৪৪ ধারা জারি করার পর মাইকযোগে তা স্থানীয় বাসিন্দাদের জানিয়ে দেওয়া হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান আহাম্মেদ জানিয়েছেন, সম্প্রতি ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগ বিমল চন্দ্রকে সভাপতি ও হামিদ শেখকে সাধারণ সম্পাদক করে আঠারবাড়ী ইউনিয়ন শ্রমিক লীগের কমিটি অনুমোদন করে। আগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক হেলাল উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক কায়সার আহমেদকে পাশ কাটিয়ে এই কমিটি দেওয়া হয়। এর প্রতিবাদে আজ দুপুর ২টায় বিমল চন্দ্রের ডাকা সমাবেশের প্রতিবাদে হেলাল উদ্দিন একই স্থানে পাল্টা সমাবেশের ডাক দেন। দুই পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন।