ধর্মীয় স্বাধীনতা ও ইসলামের পক্ষে থাকবে এনসিপি : নাহিদ ইসলাম

দেশ গঠনে আলেম সমাজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি সর্বদা ধর্মীয় স্বাধীনতা ও ইসলামের পক্ষে থাকবে। যার মাধ্যমে সকলে মিলে গড়ে তোলা যাবে একটি সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ।
গতকাল রোববার (২০ জুলাই) রাতে চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত আল জামিয়াতুল আলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শনে গিয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানসহ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলনে আলেম-ওলামা ও মাদ্রাসার শিক্ষার্থীদের অবদান জাতি কখনও ভুলবে না।
পরে এনসিপি নেতারা হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফি ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। পরবর্তীতে মাদ্রাসা মিলনায়তনে শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এনসিপি নেতারা। সেখানে এক অনানুষ্ঠানিক বৈঠকে দেশের ধর্মীয় শিক্ষা, মাদ্রাসার অবদান এবং রাজনৈতিক পরিপ্রেক্ষিত নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সিনিয়র মুহাদ্দিছ মুফতি জসিম উদ্দিন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরীসহ মাদ্রাসার শিক্ষক ও আলেমগণ উপস্থিত ছিলেন।