ভৈরবে নৈশপ্রহরীর গলাকাটা লাশ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবের কালীপুর এলাকায় রাজীব (২২) নামের গ্যারেজের এক নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশের ধারণা, ঘটনাটি ঘটেছে গতকাল রোববার রাত ১২টার পর থেকে ভোররাতের মধ্যবর্তী যেকোনো সময়ে। রাজীব উপজেলার আগানগর ইউনিয়নের ছাগাইয়া গ্রামের বাসিন্দা।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. বাহালুল খান বাহার জানান, আজ সোমবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে শহরের কালীপুর উত্তরপাড়া এলাকার রতন খানের অটোরিকশার গ্যারেজ থেকে নৈশপ্রহরী রাজীবের গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশটি পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। খুনিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে বলেও তিনি জানান।
এদিকে, নিহত রাজীবের ছোট ভাই সজীব জানান, এক মাস আগে তাঁর বড় ভাই ছয় হাজার টাকা মাসিক বেতনে গ্যারেজটিতে চাকরি নেন। আজ সকালে স্থানীয় এক লোকের মাধ্যমে খবর পান, ভাইকে দুর্বৃত্তরা হত্যা করেছে।