শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দলের মধ্যে আগাছা-পরগাছা পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি। শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি নিয়ে অগ্রসর হচ্ছেন। অপকর্ম যেই করবে সে যতো বড় প্রভাবশালী হোক, টাকাওয়ালা হোক, বড় নেতা হোক কাউকে ছাড় দেওয়া হবে না। আমি স্পষ্টভাবে বলতে চাই, টেন্ডারবাজরা, চাঁদাবাজরা, দুর্নীতিবাজরা ও সন্ত্রাসীরা যে যেখানে আছো সাবধান হয়ে যাও। শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে। এ অ্যাকশন শুধু ঢাকায় নয়, সারা বাংলাদেশে চলবে। এত উন্নয়ন, এত অর্জন, একটা খারাপ আচরণ, ১০টা ভালো উন্নয়নকে ম্লান করতে পারে। আমরা এটা হতে দিতে পারি না।'
আজ শনিবার বিকেল ৪টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের একথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
দলের সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যেকোনো মূল্যে দলের এই সংকটে ও সন্ধিক্ষণে দলের আগামী ২০ ও ২১ ডিসেম্বরের জাতীয় সম্মেলন সফলভাবে করা হবে। তাই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। কেউ কোনোভাবে বিভেদ সৃষ্টি করবেন না। কলহ ও কোন্দল পরিহার করে আওয়ামী লীগকে এক রাখবেন।’
কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘দলের অগণিত কর্মীরাই হচ্ছেন আওয়ামী লীগের প্রাণ। কর্মীদের প্রাণশক্তির জন্যই শেখ হাসিনা ওয়ান-ইলেভের সেই দুঃসময় থেকে বেরিয়ে এসেছিলেন। এভাবে এই কর্মীরাই আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে। দুর্যোগে-দুঃসময়ের কর্মীরাই হচ্ছেন আওয়ামী লীগের প্রাণশক্তি।’
সরকারের উন্নয়ন প্রসঙ্গ তুলে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা এক সংগ্রাম শুরু করেছি। যে সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ আজ উন্নয়নের মহাড়ককে অবস্থান করছে। অনেক অর্জন, অনেক উন্নয়ন আমরা করেছি শেখ হাসিনার নেতৃত্বে। আজ বিশ্বজুড়ে সমাদৃত, প্রশংসিত একজন রাষ্ট্রনায়ক হচ্ছেন শেখ হাসিনা। তাঁর এই উন্নয়নের জন্য, অর্জন পরিশ্রম, সততা, সাহস ও উদারতার জন্য সারা বিশ্বে আজ শেখ হাসিনা অত্যন্ত সমাদৃত।’
রোহিঙ্গা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মানবতার দিক বিবেচনায় নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছি। তার মানে এই নয় যে, তাদের আমরা চিরদিন রাখব। সেটা আমাদের পক্ষে সম্ভব না কিন্তু এই নিয়ে রাজনীতি শুরু করেছে বিএনপি। তারা ওই সময় রোহিঙ্গাদের নিয়ে বিশ্বের কাছে নালিশ দিয়েছে। আর এখন তারা রোহিঙ্গাদের নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু আমরা তা হতে দেব না। তাদের যেকোনো মূল্যে ফেরত পাঠাতে কাজ করছে সরকার।’
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, উপদপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।