ফরিদপুরে হত্যা মামলার আসামি আ. লীগ নেতা ছেলেসহ গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চাঁদপুর ইউনিয়নের চতরগ্রামের জলিল মোল্লা হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার আশুলিয়া থানার বাজার এলাকা থেকে গ্রেপ্তার ফরিদপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন হত্যা মামলার প্রধান আসামি বোয়ালমারীর চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হান্নান খান (৫০) ও অপর আসামি তাঁর ছেলে মেহেদী হাসান (২৪)।
সিআইডির পরিদর্শক শাহজাহান মিয়া এনটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে হান্নান ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এনটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ঢাকার আশুলিয়া থানার বাজার এলাকা থেকে সিআইডি পরিদর্শক শাহজাহান মিয়া আওয়ামী লীগ নেতা হান্নান ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করেন।
গত মে মাসে তুচ্ছ ঘটনায় জলিল মোল্লা নিহত হন। এ ঘটনায় জলিল মোল্লার স্ত্রী জলি বেগম বাদী হয়ে হান্নানকে প্রধান আসামি করে বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা করেন।