ময়মনসিংহে জমির বিরোধে খুন

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় জমি নিয়ে বিরোধে এক ব্যক্তি নিহত হয়েছেন। ছবি : এনটিভি
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় জমি নিয়ে বিরোধে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ছয়জন।
উপজেলার সোনাপুর গ্রামে আজ শুক্রবার সকাল ৯টায় এই ঘটনা ঘটেছে।
নিহত জবেদ আলী ওই গ্রামেরই বাসিন্দা। আহতেরা হলেন ফারুক, তাহের, তাহেরের স্ত্রী ও মেয়ে এবং নিহত জবেদ আলীর ছেলে জুলহাস। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন, সোনাপুর গ্রামের জবেদ আলীর সঙ্গে জমি নিয়ে তাঁর প্রতিবেশী ফারুক ও তাহেরের মধ্যে বিরোধ চলে আসছে। সকালে উভয়পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন জবেদ আলীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাঁর ডান পা কেটে যায়। হাসপাতালে আনার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।