কিশোরগঞ্জে ‘হামলাকারী প্রেমিক’ গ্রেপ্তার

কিশোরগঞ্জে স্কুলছাত্রীর ওপর হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি তৌহিদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলার পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের পূর্বকুমড়ি গ্রাম থেকে তৌহিদকে গ্রেপ্তার করে পুলিশ।
তৌহিদ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পনকলিমা গ্রামের বাসিন্দা।
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত রোববার সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নান্দলা গ্রামে স্কুলের সামনে ওই ছাত্রীকে ছুরিকাঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে প্রথমে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুপুর ১টার দিকে গ্রেপ্তার তৌহিদকে পুলিশ সুপারের কার্যালয়ে গণমাধ্যমের সামনে হাজির করা হয়। এ সময় পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান উপস্থিত সাংবাদিকদের সামনে ওই ঘটনা ও গ্রেপ্তার প্রসঙ্গে বক্তব্য দেন। তিনি জানান, তৌহিদ ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
তৌহিদকে গ্রেপ্তারের খবর শুনে ওই স্কুলের কয়েক শ শিক্ষার্থী মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করে তৌহিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
গত রোববার রাতে ওই স্কুলছাত্রীর মামা তৌহিদকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
হামলায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে গত দুইদিন সড়ক অবরোধ, মানববন্ধন ও মিছিল সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।