ময়মনসিংহ বিভাগ হওয়ায় শোভাযাত্রা

ময়মনসিংহ বিভাগ বাস্তবায়িত হওয়ায় ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন রোববার দুপুরে শহরে বিজয় ও আনন্দ শোভাযাত্রা বের করে। ছবি : এনটিভি
প্রজ্ঞাপন প্রকাশের পর ময়মনসিংহ বিভাগ পূর্ণাঙ্গতা পাওয়ায় ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন রোববার দুপুরে শহরে বর্ণাঢ্য বিজয় ও আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা টাউন হল মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে নাগরিক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম, সংসদ সদস্য সালাহউদ্দিন আহাম্মেদ মুক্তি, জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, এফবিসিসিআইয়ের পরিচালক আমিনুল হক শামীমসহ বিশিষ্টজনরা। বক্তারা ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।