চান্দিনায় ট্রাককে ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাক আরেকটি ট্রাককে ধাক্কা দেওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। আজ রোববার ভোর ৫টার দিকে মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশে এই দুর্ঘটনা ঘটে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশফাঁড়ির সার্জেন্ট মো. মাশরুরুর রহমান জানান, মহাসড়কের দোতলা নামক স্থানে বিকল হয়ে যাওয়া একটি ট্রাক থামিয়ে মেরামতের কাজ চলছিল। ভোরে কুমিল্লাগামী অপর একটি ট্রাক পেছন থেকে এসে থেমে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক দুটি প্রায় দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন চলন্ত ট্রাকটির চালকের সহকারী সাভারের মানিকনগরের বাসিন্দা স্বপন মিয়া (২২)। পরে চান্দিনা ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাক কেটে তাঁর লাশ উদ্ধার করেন। পরে লাশটি ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
এ সময় আহত হন বিকল ট্রাকটির চালকের সহকারী নারায়ণগঞ্জের বাসিন্দা ফয়সাল (৩২)। তাঁকে চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর চলন্ত ট্রাকটির চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে ট্রাক দুটি জব্দ করা হয়েছে বলে জানান সার্জেন্ট মাশরুরুর রহমান।