পাঁচবিবি স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি

জয়পুরহাটের ঐতিহ্যবাহী পাঁচবিবি রেলস্টেশনে ঢাকা, রাজশাহী ও খুলনাগামী আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি বা স্টপেজের দাবি উঠেছে। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান পাঁচবিবি পৌরসভার মেয়র, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাসহ দুটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন।
দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন পাঁচবিবি উন্নয়ন ফোরাম ও আলোকিত পরিবার উন্নয়ন সংস্থা (এপিইউএস) আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাঁচবিবি পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব।
সংবাদ সম্মেলনে বলা হয়, উত্তরাঞ্চলের শস্যভাণ্ডার-খ্যাত জয়পুরহাটের পাঁচবিবি একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলা। এটি জয়পুরহাট জেলার অন্য উপজেলার চেয়ে আয়তনে দ্বিগুণ। এই উপজেলার লোকসংখ্যা দুই লাখ ৮০ হাজার। এ উপজেলার অসংখ্য শিক্ষার্থী ঢাকা, রাজশাহী ও খুলনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করে। এ ছাড়া এখানকার অধিবাসীরা বিভিন্ন স্থানে চাকরি, ব্যবসা ও অন্যান্য কাজে প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। অথচ গুরুত্বপূর্ণ এবং ১২৫ বছরের পুরোনো এই রেলস্টেশনে কোনো আন্তনগর ট্রেন থামে না। এর ফলে প্রতি মাসে আনুমানিক পাঁচ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। এসব কিছু বিবেচনা করে পাঁচবিবি স্টেশনে অবিলম্বে সব ধরনের আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির জোর দাবি জানান আয়োজকরা ।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক মতিয়র রহমান চৌধুরী, রাজনীতিক মাহবুবুর রহমান টুকু, মনসুর রহমান, ফরহাদ আলম জুয়েল, এনজিও ব্যক্তিত্ব রফিকুল ইসলাম চৌধুরী শাহিন, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, রাশেদুল ইসলাম রানা প্রমুখ।
এর আগে একই দাবিতে পাঁচবিবি উপজেলা সদরে দুদিন মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।