মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাউলিকান্দা গ্রামে মঙ্গলবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসর উদ্দিন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে এবং এক ছেলে ও দুই মেয়ের জনক।
নিহতের চাচাতো ভাই আবুল কাশেম জানান, আসর উদ্দিন কৃষিকাজ করেন। কয়েকদিন ধরে বাড়িতে চৌচালা টিনের ঘর নির্মাণ করছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আসর উদ্দিন টিন হাতে নিয়ে যাওয়ার সময় দুয়ারের ওপর দিয়ে বৈদ্যুতিক তারে লাগে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্বজনরা তাঁকে উথুলীতে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তারানা ফারিয়া মোনালিসা জানান, এখানে আনার আগেই আসর উদ্দিনের মৃত্যু হয়। এ কারণে তাঁকে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, বিষয়টি শুনেছেন। খোঁজ নিতে পুলিশ পাঠানো হয়েছে।