নান্দাইলে সংঘর্ষে মাদ্রাসাছাত্রের মৃত্যু, আহত ৪

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া টলার কুড় এলাকায় সংঘর্ষের ঘটনায় আশরাফুল ইসলাম ফরিদ (২০) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
আজ শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঝাউগড়া টলার কুড় ঈদগাহ মাঠের কর্তৃত্ব নিয়ে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সংঘর্ষ শুরু হয়। এতে ফরিদ ছাড়াও আনোয়ার (২৬), রফিক (৩৫), কালাম (৪০) ও সুরুজ (৬০) আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত ফরিদকে প্রথমে নান্দাইল ও পরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে হলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই আজ ভোরে তাঁর মৃত্যু হয়।
আহত চারজনের মধ্যে অনোয়ার, রফিক ও কালাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার নামাজের আগে আচারগাঁও ঝাউগড়া টলার কুড় ঈদগাহ মাঠের কমিটি পুনর্গঠন করা হয়। সেখানে সর্বসম্মতিক্রমে ফরিদের বড় ভাই, ছাত্রলীগ নেতা মাসুদ সম্পাদক মনোনীত হন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে প্রতিপক্ষ কালাম ও তাঁর অনুসারীরা। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে বৈরিতা সৃষ্টি হয়। রাতে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, তিনি বিষয়টি জেনেছেন। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।