কূটনৈতিকপাড়ায় নিরাপত্তা জোরদার

রাজধানীর গুলশানে দুর্বৃত্তের গুলিতে ইতালির নাগরিক চেসারে তাভেলা হত্যাকাণ্ডের পর কূটনৈতিক জোনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মোতায়েন করা হয়েছে। ফুট ও মোটরসাইকেল পেট্রল, চেকপোস্ট ও তল্লাশি জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বিদেশি সংস্থায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যে সহায়তা এবং সমন্বয় বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ পুলিশ হেডকোয়ার্টার্সে এ বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সেই এক সভায় এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. মোখলেসুর রহমান সভাপতিত্ব করেন।
সভায় ভারপ্রাপ্ত আইজিপি বলেন, ‘এ ঘটনাকে আমরা একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। ইন্টেলিজেন্স সংগ্রহ, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং তদন্তের মাধ্যমে এ ঘটনার রহস্য উদ্ঘাটন নিশ্চিত করতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সকল পুলিশ ইউনিটকে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে।
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, ডিআইজি (অপরাধ) মো. হেলাল উদ্দিন বদরী, সিআইডির ডিআইজি মো. সাইফুল আলম, ডিআইজি (সিটি এসবি) মো. মোশাররফ হোসেন ভূঁঞা, ডিআইজি (রাজনৈতিক) মো. মাহবুবুর রহমান, পিবিআইর ডিআইজি ব্যারিস্টার মো. মাহবুবুর রহমান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।