ইতালির নাগরিক হত্যায় মামলা

ঢাকায় ইতালির নাগরিক চেসারে তাভেলা হত্যাকাণ্ডে গুলশান থানায় একটি মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার দিকে নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি সংস্থা (এনজিও) আইসিসিওর কান্ট্রি ডিরেক্টর হেলেন ভ্যান দার বিক এ মামলা করেন। অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলাটি করার সময় ইতালীয় দূতাবাসের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ বলেন, ‘ইতালির নাগরিক হত্যার ঘটনায় মামলা হয়েছে। এখন এর তদন্ত শুরু করা হবে। এ হত্যাকাণ্ডের সঙ্গে আইএস জড়িত রয়েছে কি না তা-ও খতিয়ে দেখা হবে। দেশি কিংবা বিদেশি যে চক্রই এর সঙ্গে জড়িত থাকুক না কেন, তদন্তের মাধ্যমে তা বের করে আনা হবে।’
গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২-এর ৯০ নম্বর সড়কে ইতালির ওই নাগরিককে গুলি করে হত্যা করে পালিয়ে যায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। এ দিনই যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ ইসলামিক স্টেটের (আইএস) দায় স্বীকারের খবর প্রকাশ করে। এর পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বাংলাদেশে তাদের নাগরিকদের চলাফেরায় সতর্ক হতে বলেছে।