মা হারালেন বিএনপি নেতা

নাজমেন্নুর বেগম। ছবি : সংগৃহীত
পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক সদস্য মরহুম ফায়েকুজ্জামানের স্ত্রী নাজমেন্নুর বেগম (৯৩) আর নেই। আজ সোমবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নাজমেন্নুর বেগম তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তিনি গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীরের মা।
সোমবার বিকেলে শরফুজ্জামান জাহাঙ্গীরের সঙ্গে এনটিভি অনলাইনের কথা হলে তিনি জানান, আজ বাদ জোহর ঢাকার পুরানা পল্টন জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর মায়ের দাফন সম্পন্ন হয়েছে।