আরেক গাড়িকে ধাক্কা, কাভার্ডভ্যান-চালক নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আজ মঙ্গলবার একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেওয়ার পর কাভার্ডভ্যানের এক চালক নিহত এবং তাঁর সহকারী আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম ইউসুফ আলী (৩৫)। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচগাঁওয়ের আফাজ উদ্দিনের ছেলে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান মঙ্গলবার সকালে ঢাকা যাচ্ছিল। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের এমসি বাজার এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ওই কাভার্ড ভ্যান সামনে থাকা অপর একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ইউসুফ আলী (৩৫) নিহত এবং তাঁর সহকারী শেখ ফরিদ (২৫) আহত হন। স্থানীয়রা শেখ ফরিদকে উদ্ধার করে শ্রীপুরের মাওনা চৌরাস্তা বেগম আয়েশা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইউসুফের লাশ উদ্ধার করে।