নাশকতার মামলা
ময়মনসিংহ জেলা বিএনপির প্রচার সম্পাদক গ্রেপ্তার

ময়মনসিংহ জেলা বিএনপির প্রচার সম্পাদক কায়কোবাদ মামুনকে গতকাল শুক্রবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি
ময়মনসিংহ জেলা বিএনপির প্রচার সম্পাদক কায়কোবাদ মামুনকে নাশকতার পরিকল্পনার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় শহরের নওমহল এলাকার নিজ বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, কায়কোবাদ মামুনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার পরিকল্পনার একটি মামলা রয়েছে। গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব কুমার চন্দ্র বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
ওই মামলায় ময়মনসিংহ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ আটজন এবং অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করা হয়েছে বলে জানান ওসি।