ইউজিসি কর্মকর্তা সাময়িক চাকরিচ্যুত

মেডিকেল কলেজের প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) হাতে আটক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)এর সহকারী পরিচালক ওমর সিরাজকে সাময়িকভাবে চাকরিচ্যুত করা হয়েছে।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, শুক্রবার রাতে ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে ইউজিসির কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।
গতকাল শুক্রবার সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস-বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। র্যাব জানায় ওই পরীক্ষা শুরুর ঠিক পর পরই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ইউজিসির সহকারী পরিচালকসহ তিনজনকে আটক করেছে র্যাব। শেরে বাংলানগরে ইউজিসি কার্যালয় থেকে এদের আটক করা হয় বলে র্যাব জানায়।