রাস্তার ট্রাক ফলের দোকানে, নিহত ক্রেতা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া নামক স্থানে ঢাকা আরিচা মহাসড়কে ট্রাক চাপায় রেনু বেগম নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেনু বেগম ঢাকার ধামরাই উপজেলার হাতকোড়া গ্রামের খোরশেদ আলমের স্ত্রী।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়কে গোলড়া নামক স্থানে মানিকগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ফলের দোকানের ওপর উঠে যায়। এতে আহত হন ফলের দোকানদার চাঁন মিয়া, ক্রেতা রেনু বেগম ও এক শিশু।
আহতদের দ্রুত মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে গুরুতর আহত রেনু বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টায় রেনু বেগম মারা যান বলে মিজানুল হক জানিয়েছেন।