কারখানার ভেতরে ট্রাকের চাপা, কর্মকর্তা নিহত

গাজীপুরে এক পোশাক কারখানায় সিমেন্ট ভর্তি ট্রাকের চাপায় ওই কারখানার হিসাব রক্ষণ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবার গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকায় অবস্থিত ইন্ট্রামেক্স সোয়েটার কারখানায় এই দুর্ঘটনার ঘটে।
নিহত কর্মকর্তার নাম মনিরুল ইসলাম (৩২)। তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার আলোকদিয়া এলাকার বুদ্দু মিয়ার ছেলে।
ইন্ট্রামেক্স কারখানার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোক্তারুল ইসলাম জানান, কারখানার নির্মাণকাজের জন্য আজ সোমবার দুপুর সোয়া ২টার দিকে সেভেন রিং কোম্পানির একটি ট্রাকে সিমেন্ট আনা হয়। কারখানার ভেতরে ওই সিমেন্ট আনলোড করতে ট্রাকটিকে পেছনে নেওয়া হচ্ছিল। এ সময় দুপুরের খাবার বিরতি শেষে ফিরছিলেন কারখানার হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম। তিনি পেছন দিয়ে ট্রাকটিকে অতিক্রম করার সময় ওই ট্রাকের চাকায় পিষ্ট হন। কারখানার লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
মনিরুল মামার সঙ্গে স্থানীয় লক্ষ্মীপুরা এলাকায় বদরুল আলমের বাসায় ভাড়ায় থাকতেন। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন।