শ্রীপুরে অটোরিকশা-নছিমন সংঘর্ষ, দুজন নিহত

গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার-কাওরাইদ সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও নছিমনের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। urgentPhoto
আজ রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের পাগলা থানার নিগুয়ারি গ্রামের দুলাল মিয়ার ছেলে লিয়াকত আলী (২৭) ও একই এলাকার মোকলেসুর রহমান শাজাহান (৩৫)।
আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম জানান, সকালে কাওরাইদ থেকে জৈনাবাজারগামী অটোরিকশাটির সঙ্গে নছিমনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নছিমনযাত্রী লিয়াকত আলী নিহত হন। আহত হন পাঁচ যাত্রী। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর শাজাহানের মৃত্যু হয়।
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।