অটোরিকশাকে বাসের চাপা, নিহতের সংখ্যা বেড়ে ৩

গাজীপুরে বাসচাপায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
urgentPhoto
আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন আবদুর রশিদ (৫৪) ও মোশাররফ হোসেন (৪৩)। তাঁদের দুজনের বাড়িই শ্রীপুরে। অন্য একজনের পরিচয় জানা যায়নি। এ ছাড়া এ ঘটনায় আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম বলেন, সকালে শ্রীপুরের নয়নপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়েছিল। এ সময় নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকাগামী বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষ নিহত হন। ওই সময় অটোরিকশার ধাক্কায় চারজন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ওসি আরো জানান, দুর্ঘটনার পর এলাকাবাসী প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার যানজট সৃষ্টি হয়। তবে সকাল সোয়া ৯টার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তিনি জানান, ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছে।
নিহতদের লাশ তাঁদের স্বজনরা নিয়ে গেছেন। এ ছাড়া দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিচালিত অটোরিকশা মাওনা হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান ওসি।