মাছ ধরা নিয়ে সংঘর্ষ, গুলিতে একজন নিহত

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় মাছ ধরা নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যার উপজেলার সরারচর ইউনিয়নের পুরানগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সরারচর ইউনিয়নের দক্ষিণ সরারচর গ্রামের বাতেনের লোকজন আজ সন্ধ্যায় পুরানগাঁও গ্রামে মোহাম্মদ জুয়েল মিয়ার পুকুরে মাছ ধরতে যান। এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি এবং একপর্যায়ে দুই দল গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষে শতাধিক লোক আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের দেশী অস্ত্র ব্যবহার করে। এ সময় গুলিবিদ্ধ হন চারজন। গুলিতে গুরুতর আহত লায়েছ মিয়াকে (৬০) জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে আরো তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ১০-১৫ জন আহত হন।
গুলিবিদ্ধদের মধ্যে দক্ষিণ সরারচর গ্রামের দীন ইসলাম (২৪), মোহাম্মদ করিম (২২) ও গিয়াস উদ্দিনকে (৫৫) জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মুস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় কেউ আটক হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।