ময়মনসিংহে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার : র্যাব

ময়মনসিংহে আজ শনিবার ভোরে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারা হলেন তরিকুল (২১) ও কোহিনুর (২০)।
সকালে মোবাইল ফোনে খুবার্তায় র্যাব-১৪ থেকে এ খবর জানানো হয়েছে।
র্যাব জানায়, দুজনের কাছ থেকে এক হাজার ৫০০ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুজন ইয়াবা ব্যবসায়ী বলে দাবি করা হয়। র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) গৌতম দেব ইয়াবাসহ ব্যবসায়ীদের আটক করেন।