গাজীপুরে দুই শিশুকে যৌননিপীড়ন, গ্রেপ্তার ২

গাজীপুরের কোনাবাড়ী ও কালিয়াকৈরে দুই শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। গত শনিবারের ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জয়দেবপুর থানাধীন কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের হরিণার চালা এলাকার চার বছরের এক শিশুকে চকলেট খাওয়ানোর কথা বলে একই বাড়ির নিরাপত্তা প্রহরী নিজ ঘরে নিয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ধর্ষণ করে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই নিরাপত্তা প্রহরী আশরাফ আলীকে (৫৫) পুলিশ আটক করেছে। এ ব্যাপারে আজ সন্ধ্যায় জয়দেবপুর থানায় মামলা করা হয়েছে।
এদিকে কালিয়াকৈর থানার এসআই সাইদুল ইসলাম জানান, কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর এলাকায় প্রাইভেট পড়ানোর সময় সুজন হোসেন নামের এক যুবক শনিবার সন্ধ্যার পর দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে (৮) যৌনপীড়ন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ থানায় মামলা করা হয়। পুলিশ এ ঘটনায় সুজনকে গ্রেপ্তার করেছে।