পাসপোর্ট করতে এসে আটক তিন রোহিঙ্গাকে ক্যাম্পে প্রেরণ

তথ্য গোপন করে কক্সবাজার থেকে ময়মনসিংহে এসে পাসপোর্ট করার সময় তিন রোহিঙ্গা মুসলিম নারীকে আটক করা হয়েছে। পরে তাঁদের পুলিশের মাধ্যমে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে তিনজনকে আটক করা হয়। তাঁরা হলেন মুরশিদা, ছৈয়দুল নেছা ও সাবিকুন নাহার।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া তিন রোহিঙ্গা নারীকেই টেকনাফের মুচানী রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি ব্লকে পাঠানো হয়েছে।
কোতোয়ালি মডেল থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন বলেন, একটি অসাধু চক্র এই কাজে সক্রিয় রয়েছে। এর আগেও দুজন রোহিঙ্গা নারীকে একই অপরাধে আটক করা হয়েছিল।
জানা গেছে, ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয় দিয়ে পাসপোর্ট সংগ্রহের সময় দুজনের পরিচয় নিয়ে সন্দেহ সৃষ্টি হয়। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাতে দুই রোহিঙ্গা নারীর দেওয়া তথ্যে গরমিল পাওয়া যায়। নিজেদের বিবাহিত পরিচয় দিলেও স্বামীর নাম বলতে পারেননি তাঁরা।
দুই রোহিঙ্গা নারীর একজন ঢাকা, অন্যজন দিনাজপুরের ঠিকানা ব্যবহার করেছেন। দালাল সাবিকুন্নাহার ঢাকার সাভারের বাসিন্দা। দুই রোহিঙ্গা নারী কুতুপালং আশ্রয়শিবির থেকে পাঁচ মাস আগে সাভারে এসে একটি পোশাক কারখানায় চাকরি নেন। সেই সূত্রে নারী দালাল সাবিকুন নাহারের সঙ্গে পরিচয়।