ময়মনসিংহে বিএনপির মিছিলে বাধা, ব্যানার কেড়ে নিল পুলিশ

ময়মনসিংহে শহরে পুলিশের বাধায় আজ সোমবার বিএনপির মিছিল পণ্ড হয়ে গেছে। এ সময় নেতাকর্মীদের হাত থেকে ব্যানার কেড়ে নেয় পুলিশ।
আজ দুপুর সাড়ে ১২টায় নতুন বাজার পায়রা চত্বর থেকে এই মিছিলটি বের করে শহর বিএনপি। মিছিলটি অল্প কিছু দূর গেলেই পুলিশ এসে পেছন দিক থেকে ঘিরে ফেলে। পরে তারা সামনে এসে ঘেরাও করে ফেললে মিছিলটি আর এগুতে পারেনি। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়।
শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক একেএম মাহাবুবুল আলম পুলিশ কর্মকর্তাদের বলেন, ‘আমাদের দলের অফিসে যেতে দিন, মিছিল শেষ করে দেব।’
কিন্তু তাতেও রাজি হননি পুলিশ কর্মকর্তারা। এ সময় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে, পুলিশ কর্মকর্তারা নেতাকর্মীদের হাত থেকে ব্যানার কেড়ে নেন।
এরপর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা বাকি নেতাকর্মীদের চলে যেতে নির্দেশ দেন।
মিছিলে অন্যদের মধ্যে ছিলেন শহর বিএনপির সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আবদুল হান্নান খান, জেলা যুবদলের সভাপতি শামীম আজাদ প্রমুখ।
জানা যায়, বিএনপির মিছিলটি শুরু হওয়ার আগে থেকেই নতুন বাজার বিএনপি অফিস এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা ছিল। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের চেয়ে পুলিশের সংখ্যাই ছিল বেশি ছিল।
এ বিষয়ে ময়মনসিংহ ২ নম্বর টাউন পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমরা সরকারি দায়িত্ব পালন করেছি।’