ভালুকায় স্বামীর হাতে অন্তঃসত্ত্বা খুন!

ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্বামীর মারধরে অন্তসঃত্ত্বা স্ত্রী খুন হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার কাইয়ার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, পারিবারিক কলহের জের ধরে ঘটনার দিন সকালে স্বামী কাউসার তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রিপা আক্তারকে (২০) মারধর করেন। এতে রিপা গুরুতর আহত হন। পরে রাত ৯টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ স্বামী কাউসার, শ্বশুর শহিদ ও শাশুড়ি জুবেদা খাতুনকে আটক করে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।