আমরা এক সময় পুরোনো বই পড়তাম : মতিয়া চৌধুরী

বর্তমান আওয়ামী লীগ সরকারকে শিক্ষাবান্ধব সরকার বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, ‘আমরা এক সময় পুরোনো বই পড়তাম। এখন শেখ হাসিনার সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়।’
আজ শনিবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
কৃষি সহায়তা দেওয়ায় কৃষিতে এখন উৎপাদন বেড়েছে দাবি করে মতিয়া চৌধুরী বলেন, ‘দেশের কাউকে এখন আর না খেয়ে থাকতে হয় না।’
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধারা এ দেশ মুক্ত করার জন্য জীবন বাজি রেখেছিল। তাদের জন্য আমাদের সরকারের অবশ্যই করণীয় আছে।’
অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সাংসদ জুবেদ আলী। এ সময় উদ্বোধনী অনুষ্ঠান শেষে শতবর্ষ উদযাপন পরিষদের সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, সংসদ সদস্য ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, সংসদ সদস্য ছবি বিশ্বাস, সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, আওয়ামী লীগ নেতা আলমগীর হাসান, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম, কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূইয়া প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশিকান্ত রায়ের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল্লাহ আল সুমন। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়।
এর আগে সকালে নেত্রকোনা পৌঁছেই মদনপুর শাহ্ সুলতান কমর উদ্দীন রুমি (রহ.) মাজার জিয়ারত করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়সহ দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জিয়ারতে অংশগ্রহণ করেন।