‘সহকর্মীর’ ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত

গাজীপুরের টঙ্গীতে সহকর্মীর ছুরিকাঘাতে এক পোশাককর্মী নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শালিকচুড়া এলাকার প্যাসিফিক সোয়েটারস কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
নিহত হাবিবুর রহমান হান্নান (২৩) টঙ্গীর এরশাদনগর এলাকার বাসিন্দা। আটক শাহাদত ওরফে নাসির হোসেন (২৫) একই কারখানার শ্রমিক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) সুমন ভক্ত জানান, কারখানার এক নারী সহকর্মীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে গতকাল বুধবার গার্মেন্টসকর্মী হান্নান ও শাহাদতের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এরই জের ধরে আজ শাহাদত সহকর্মী হান্নানকে ছুরিকাঘাত করেন। গুরুতর অব্স্থায় টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।