ময়মনসিংহে স্বপন হত্যায় দুজন গ্রেপ্তার

ময়মনসিংহে স্বপন সরকার হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার শহরের ত্রিশাল বাসস্ট্যান্ড ও চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন শহরের রুটিওয়ালাপাড়া এলাকার সাগর আহমদ (২৫) এবং সেনবাড়ী এলাকার মইন খাঁন (২৫)।
গতকাল বুধবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম।
শহর ৩ নম্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আবদুল খালেক জানান, গতকাল বুধবার সকালে নিহত স্বপনের বাবা বেনু সরকার বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ এবং আরো কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এরপর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে সাগর ও মইনকে গ্রেপ্তার করা হয়।
গত মঙ্গলবার বিকেলে শহরের সারদা ঘোষ রোড এলাকায় স্বপন সরকারকে (২৮) খুন করে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, নিহত স্বপনের বুকের বাম পাশে ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ওই দিনই এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়।