পরিবহন ধর্মঘটের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস-অটোটেম্পু ওনার্স গ্রুপ আজ সোমবার মানববন্ধন করে। ছবি : এনটিভি
মানিকগঞ্জে পরিবহন খাতের নেতৃত্বের দ্বন্দ্বকে কেন্দ্র করে আগামী ২৮ মার্চ থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টা ধর্মঘটের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস-অটোটেম্পু ওনার্স গ্রুপের আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারী, জেলা যুবলীগের সহসভাপতি ওয়াজেদুর রহমান লিটন, শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক কাইয়ুম খান, জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস-অটোটেম্পু ওনার্স গ্রুপের সভাপতি জাহিদুল ইসলামসহ অনেকেই।
সম্প্রতি পাঁচ দফা দাবিতে জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে আগামী ২৮ মার্চ থেকে জেলায় ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।