গাজীপুরে বৃদ্ধ ভিক্ষুকের লাশ উদ্ধার

গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তার ঈদগাহ মাঠ থেকে আজ শনিবার দুপুরে বৃদ্ধ এক ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রায় ১০০ বছর বয়সীর ওই ভিক্ষুকের পরিচয় পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) সুজায়েত হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, চান্দনা চৌরাস্তার ঈদগাহ মাঠের পশ্চিম প্রান্তে আজ দুপুর পর্যন্ত শতবর্ষী এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে দুপুর ২টার দিকে তাঁর লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এসআই জানান, স্যান্ডো গেঞ্জি ও লুঙ্গি পরা ওই বৃদ্ধের পরিচয় বা তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি ভিক্ষাবৃত্তি করতেন। শুক্রবার রাতে তিনি ওই স্থানে ঘুমিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে ঘুমের মধ্যেই তিনি মারা যান।