হালুয়াঘাটে বাস-মাহেন্দ্র সংঘর্ষে তিনজন নিহত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বাস ও মাহেন্দ্রর সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো পাঁচজন। আজ রোববার দুপুর দেড়টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ সড়কের বড়বিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন হালুয়াঘাট উপজেলার সুমনিয়াপাড়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে সাহের আলী (৯০), মুক্তাগাছা উপজেলার ফরহাদ হোসেনের স্ত্রী লাভলী বেগম (৪০) ও ফুলপুর উপজেলার ইমাদপুর গ্রামের মাহেন্দ্র চালক আবুল কালাম (৩৫)। গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া বলেন, হালুয়াঘাট থেকে ঢাকাগামী ইমাম ট্রেইলওয়েজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে যাত্রীবোঝাই মাহেন্দ্রর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আবুল কালাম। দুর্ঘটনায় হতাহত ব্যক্তিরা সবাই মাহেন্দ্রর যাত্রী ছিলেন। পুলিশ বাস ও মাহেন্দ্র আটক করেছে। বাসচালক পালিয়ে গেছেন।