খাগড়াছড়িতে দুইপক্ষের বন্ধুকযুদ্ধে একজন নিহত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১ নম্বর যৌথ খামার রাবার বাগান এলাকায় পড়ে আছে সুভাষ চাকমার মরদেহ। ছবি : এনটিভি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১ নম্বর যৌথ খামার রাবার বাগান এলাকায় দুইপক্ষের বন্ধুকযুদ্ধে একজন নিহত হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শুভাষ চাকমা (২৭)। হত্যার ঘটনায় এখন পর্যন্ত কেউ দায়-দায়িত্ব স্বীকার করেনি। নিহত ব্যক্তি কোন পক্ষের সদস্য তাও নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে, ইউপিডিএফের বিবদমান প্রসীত পক্ষ ও গণতান্ত্রিক পক্ষের মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামশু উদ্দিন ভূইয়া জানান, দীঘিনালার দুর্গম রাবার বাগান এলাকায় সকালে দুটি পক্ষের মধ্যে গোলাগুলির শব্দ শোনা যায়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।