গাজীপুরে এক ব্যক্তি গ্রেপ্তার, গুলি উদ্ধার

গাজীপুর শহর এলাকা থেকে আজ মঙ্গলবার রিভলবারের গুলিসহ গ্রেপ্তার হওয়া মো. আজিম উদ্দিন। ছবি : এনটিভি
গাজীপুর শহর এলাকা থেকে আজ মঙ্গলবার র্যাব ১-এর সদস্যরা রিভলবারের গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম মো. আজিম উদ্দিন (৩০)। বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দীঘিরপাড় গ্রামে।
র্যাব-১ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার গাজীপুর শহরের উত্তর হাজীপাড়া (শাহপাড়া) এলাকায় এক ব্যক্তি অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ অপরাধ কর্মকাণ্ড করতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কমান্ডার কাজী মো. শোয়াইবের নেতৃত্বে র্যাব ১-এর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় র্যাব সদস্যরা আজিম উদ্দিনকে রিভলবারের চারটি গুলিসহ হাতে-নাতে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে জয়দেবপুর ও টঙ্গী এলাকায় তিন চাকার যানবাহনসহ বিভিন্ন গাড়িতে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।