নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড

নেত্রকোনায় স্ত্রী শিল্পী আক্তারকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশ পাওয়া আসামি সোয়াব মিয়ার বাড়ি সদর উপজেলার দরনবালী গ্রামে।
আজ রোববার দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম প্রদীপ জানান, ২০১৬ সালের ২৬ এপ্রিল সদর উপজেলার দরনবালি গ্রামে পারিবারিক কলহের জেরে গৃহবধূ শিল্পী আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার দিন নিহত শিল্পীর ভাই স্বপন মিয়া বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। একই বছরের ২৫ জুলাই, মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা সোয়াবের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারক আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় দেন।
মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মানবেন্দ্র বিশ্বাস উজ্জ্বল।