বিদ্যুৎ চুরির দায়ে সাত লাখ টাকা জরিমানা

গাজীপুরে বিদ্যুৎ চুরির দায়ে পাঁচ গ্রাহককে সাত লাখ ৩৯ হাজার ৭৮২ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাঁদের বিরুদ্ধে মামলাও করা হয়।
আজ মঙ্গলবার পল্লী বিদ্যুৎ সমিতির ভ্রাম্যমাণ আদালত মিটার টেম্পারিংসহ বিভিন্ন প্রক্রিয়ায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে এসব গ্রাহককে জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরোজ।
গাজীপুরের কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মুখলেছুর রহমান জানান, বিদ্যুৎ চুরি বন্ধ করতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য মঙ্গলবার কয়েকটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় আদালত বিদ্যুৎ চুরির দায়ে গাজীপুর মহানগরের কাশিমপুরের শৈলডুবী এলাকার কাশেম আলীকে এক লাখ ১৭ হাজার ৫২৯ টাকা, লতিফপুর এলাকার মো. সালামকে ৫৯ হাজার ১৫ টাকা, একই এলাকার জামাল হোসেনকে এক লাখ পাঁচ হাজার ৮২৬ টাকা, বাগবাড়ী এলাকার আতাব উদ্দিনকে এক লাখ ৬৪ হাজার ৩৪০ টাকা এবং সারদাগঞ্জ এলাকার মো. মোন্তাজ উদ্দিনকে দুই লাখ ৯৩ হাজার ৭২ টাকা জরিমানা করে তাঁদের কাছ থেকে তা আদায় করেন।
এ সময় গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কোনাবাড়ি আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মুখলেছুর রহমান, উপমহাব্যবস্থাপক (কারিগরি) প্রকৌশলী শেখ মোহাম্মদ আলী, এজিএম মো. সোলায়মান হোসেন, এজিএম জুনায়েদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।