ময়মনসিংহে ট্রেনে আগুন, আটক ৪

ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসে ট্রেনের কামরায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুটি সিট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। এ ঘটনায় স্টেশন তত্ত্বাবধায়ক জহুরুল ইসলাম বাদী হয়ে ময়মনসিংহ জিঅারপি থানায় একটি মামলা দায়ের করেছেন।
ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান ফরাজী এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন কলেজ শিক্ষার্থী মঈন খান, আবদুল বাছির, টোকাই তুষার খান ও রাজন মিয়া।
জিআরপির ওসি জানান, ময়মনসিংহ জংশন রেলস্টেশনের ওয়াসফিট থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রার জন্য বিজয় এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যায় তিন নম্বর লাইনে দাঁড়ায়। অপেক্ষামাণ যাত্রীরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেনে আরোহন করছিল। এ সময় ট্রেনের (বগি নম্বর ২০৫০, সিট নম্বর ঝ- ১১/১২) একটি কামরার দুটি সিটে কেরোসিন নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ভয়ার্ত যাত্রীরা চিৎকার চেচামেচি শুরু করে । পরে স্টেশনে কর্তব্যরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আগুন নিভিয়ে ফেলে। ফলে কেউ হতাহত হয়নি।
খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় স্টেশন ফ্লাটফরম থেকে চারজনকে আটক করে পুলিশ।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম সাংবাদিকদের জানান, কে বা কারা বিজয় এক্সপ্রেসের ২০৫০ নম্বর বগিতে আগুন দেয়। আগুনে বগির সিট কভার পুড়ে গেছে। এতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।এ ঘটনায় স্টেশন তত্ত্বাবধায়ক জহুরুল ইসলাম বাদী হয়ে ময়মনসিংহ জিঅারপি থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে মামলায় কাউকে অাসামী করা হয় নি।
এই ঘটনায় স্টেশন প্লাটফরমে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ট্রেনটি রাত ৮টা ১০ মিনিটে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। ২০১৪ সালের ১৯ ডিসেম্বর ময়মনসিংহ-চট্টগ্রাম পথে বিজয় এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।