নেত্রকোনায় মোটরসাইকেলে আগুন, বিএনপির নেতার বাড়িতে হামলা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে নেত্রকোনার পারলা এলাকায় আজ বৃহস্পতিবার বিকেলে ঝটিকা মিছিল করে বিএনপির ক্ষুব্ধ নেতাকর্মীরা। তারা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও একটি প্রাইভেট কার ভাঙচুর করে। এ সময় গাড়িতে থাকা চালকসহ দুজন আহত হন।
এর পর পরই ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে জেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম আহমেদ খানের বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।
এদিকে কেন্দুয়া উপজেলার চিরাং সড়কের কাশিপুর মোড় এলাকায় বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে বিকেল সাড়ে ৪টার দিকে সড়কে ব্যারিকেড দিয়ে প্রতিবাদ মিছিল করার চেষ্টা করে। পুলিশ ৪০টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ছয়জন নেতাকর্মীকে আটক করে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম কেন্দুয়ায় ৪০ রাউন্ড ও নেত্রকোনা সদরে চারটি শটগানের রাবার বুলেট ছোড়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি টহল দিচ্ছে। বর্তমানে জেলায় আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।