বিএনপির মিছিল থেকে আটক করল পুলিশ, মারল যুবলীগ-ছাত্রলীগ

পঞ্চগড় শহরে আজ বৃহস্পতিবার পুলিশের হাতে আটক একজনকে মারধর করা হয়। ছবি : এনটিভি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার রায় ঘোষণার পরপর আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় শহরে মিছিল বের করেন দলীয় নেতাকর্মীরা।
শহরের ডোকরোপাড়া এলাকা থেকে মিছিলটি বের হয়ে চৌরঙ্গী মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় পুলিশ পঞ্চগড় সরকারি অডিটরিয়ামের সামনে মিছিলে বাধা দেয়। পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকলে পুলিশ তাদের ওপর লাঠিপেটা করে ধাওয়া দেয়। মিছিল থেকে পুলিশ পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, ছাত্রদল নেতা শাওন ও মওদুদকে আটক করে।
এ সময় জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি মিছিল বের করে নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেয়। তারা আটক নেতাকর্মীদের মারধর করে। অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।