কম্বল পেল নেত্রকোনার শতাধিক অসহায় পরিবার

নেত্রকোনার দরিদ্র অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আবদুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে গতকাল শনিবার সদর উপজেলার ময়মনসিংহ সড়কের সাকুয়া বাজার এআরএফবি কার্যালয়ের সামনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় কম্বল তুলে দেওয়া হয় শতাধিক পরিবারের সদস্যদের হাতে।
নেত্রকোনা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ও গ্লোবাল ইসলামিক দাওয়া চ্যানেলের অর্থায়নে এই কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ নজরুল ইসলাম খান। তিনিই অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন।
এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চল্লিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল জব্বার ফকির, আলী আমজাদ মাস্টার, নেত্রকোনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক জননেত্র পত্রিকার সম্পাদক এম মুখলেছুর রহমান খান, এআরএফবির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক দিলওয়ার খান, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ভজন দাস, শীতবস্ত্র বিতরণ বিতরণ কমিটির আহ্বায়ক খন্দকার আসাদুজ্জামান সেলিম প্রমুখ।