জুয়ার আসর থেকে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৭

জুয়া খেলার আসর বসানোর অভিযোগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আওয়ামী লীগ নেতা মো. হায়দার আলীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিধলী বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া হায়দার আলী কলমাকান্দার কৈলাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
গ্রেপ্তার হওয়া অপর ছয়জন হলেন নেত্রকোনা সদর উপজেলার আগুনআটি গ্রামের মো. সুজন মিয়া, মঈনপুর গ্রামের মোহাম্মদ আইনুল হক, কলমাকান্দার দিলউড়া গ্রামের মোহাম্মদ লিটন মিয়া, একই গ্রামের মো. বিল্লাল মিয়া, মো. ফরিদ মিয়া ও মোহাম্মদ হারুন।
আজ মঙ্গলবার দুপুরে ডিবির উপপরিদর্শক (এসপি) সাখাওয়াত বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, আওয়ামী লীগ নেতা হায়দার আলী দীর্ঘ দিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে জুয়ার আসর দিয়ে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে ওই আসর থেকে তাঁকেসহ সাতজনকে আটক করা হয়েছে। পরে মঙ্গলবার দুপুরে ডিবির উপপরিদর্শক(এসপি) সাখাওয়াত বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বিকালে তাঁদের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।