উন্নয়নের সুফল পাচ্ছে জনগণ : অসীম

আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে জনগণ আজ উন্নয়নের সুফল পাচ্ছে। প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপে সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণকাজ চলছে। এছাড়া দারিদ্র বিমোচন, সামজিক নিরাপত্তা, কৃষি উৎপাদনশীলতা, শিল্প, মানবসম্পদ ও অবকাঠামো উন্নয়নের সুফল ভোগ করছে জনগণ।
নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বরমশিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ শুক্রবার বিকেলে কোনাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় অসীম এসব কথা বলেন।
আওয়ামী লীগ নেতা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নৃশংস ও নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের ললাটে কলঙ্কের তিলক লেপন করা হয়েছিল। ভাগ্যক্রমে বিদেশে অবস্থান করায় বেঁচে গিয়েছিলেন বঙ্গবন্ধুর দুই কন্যা আজকের প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা ও শেখ রেহানা। সেদিন হত্যা করা হয়েছিল গণতন্ত্রকে, রুদ্ধ করা হয়েছিল দেশের সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকারকে।
স্বরমুশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এন্টেশ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে যুব মহিলালীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে হবে। এর জন্যে নারী সমাজকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সরকারের উন্নয়নগুলো সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে।
এছাড়া আটপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আঞ্জু,স্বরমুশিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস ছাত্তার,সাধারণ সম্পাদক শেখ নুর মোহাম্মদ নেত্রকোনা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামিরুল ইসলাম জামি, কেন্দুয়া পৌর আওয়ামী লীগ সভাপতি কামরুল হাসান ভূঞা, কেন্দুয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক মোস্তাফিউজুর রহমান বিপুল, আটপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, আটপাড়া উপজেলা যুব মহিলালীগের সভাপতি নাজনীন আক্তার রেখা।