হালুয়াঘাট বন্দরে আবার কয়লা আমদানি শুরু

আইনি জটিলতার কারণে দুই মাস পর আজ বুধবার থেকে ফের কয়লা আমদানি শুরু করেছেন বাংলাদেশি আমদানিকারকরা। ভারতীয় কয়লা রপ্তানিকারকরা আজ বিকেলে হালুয়াঘাট গোবড়াকুড়া স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে ৬৩ মেট্রিক টন কয়লা রপ্তানি করেছেন।
দুপুরে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট) আসনের সংসদ সদস্য আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি জুয়েল আরেং গোবরাকুড়া বন্দরে কয়লা আমদানি কার্যক্রমের উদ্বোধন করেন। পরে বিকেলে আমদানি ও রপ্তানিকারক গ্রুপের মহাসচিব আলহাজ আলী আজগর কয়লাবাহী ট্রাক বুঝে নেন।
এর আগে সংসদ সদস্য জুয়েল আরেং ভারত-বাংলাদেশের জিরো লাইনে গিয়ে ভারতীয় বিএসএফ, পুলিশ ও রপ্তানিকারকদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা, কুশল ও উপহার বিনিময় করেন। এ সময় ভারতের মেঘালয় রাজ্যের রপ্তানিকারক সমিতির সাবেক সভাপতি বিজয় সিং ডোসি, বর্তমান সাধারণ সম্পাদক তেজ বাহাদুর যাদব, সদস্য মুহাম্মদ মুছা, কয়েকজন বিএসএফ ও পুলিশ কর্মকর্তা এবং বাংলাদেশের উপকমিশনার (কাস্টমস অ্যান্ড ভ্যাট) মো. সোহেল রানা, এলসিও আবদুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর, বিজিবির গোবড়াকুড়া বিওপির ইনচার্জ হাসমত খান, কয়লা আমদানিকার গ্রুপের যুগ্ম মহাসচিব অধ্যাপক অশোক সরকার, অর্থসচিব মো শহীদুল ইসলাম, সদস্য শামসুল আলম শামস ও অন্যরা উপস্থিত ছিলেন।
বছরের ছয় মাস এই বন্দর দিয়ে ভারতে থেকে কয়লা আমদানি করা হয়। ২০ অক্টোবর থেকে কয়লা রপ্তানি করার কথা থাকলেও ভারতীয় রপ্তানিকারকরা কয়লা পাঠিয়েছেন আজ। চলবে ২১ মার্চ পর্যন্ত।