হল থেকে ছাত্রী বের করে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রোকেয়া হলের এক শিক্ষার্থীকে বের করে দেওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। হল প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে গঠিত এ কমিটিকে আগামী সাত কর্মদিবসে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আজ বুধবার সকালে রোকেয়া হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ কমিটি গঠন করা হয়েছে।
তিন সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও রোকেয়া হলের হাউসটিউটর ড. নাসরিন সুলতানাকে। অপর দুই সদস্য হলেন একই হলের হাউসটিউটর অধ্যাপক রিফাত আরা জান্নাত তমা ও সহকারী অধ্যাপক ফ্লোরা বেগম।
অভিযোগ রয়েছে, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও মিছিল-সমাবেশে অংশ না নেওয়ায় গত সোমবার রাতে রোকেয়া হল থেকে প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা আহমেদ ইভাকে নেতাকর্মীরা হল থেকে বের করে দেন। সারা রাত সেখানে দাঁড়িয়ে থাকার পর গতকাল মঙ্গলবার সকালে হলের সামনেই অনশনে বসেন ওই ছাত্রী। সেখানে একটি পোস্টারে লেখা ছিল, ‘ছাত্রলীগ কর্তৃক হল থেকে বের করে দেওয়ার প্রতিবাদে আমরণ অনশন।’
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কর্মী ইভার এ অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগ বাকৃবি শাখার নেতৃবৃন্দ।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মো. রুবেল বলেন, ‘ইভার এ অভিযোগ ভিত্তিহীন। তিনি প্রভোস্ট ও বড়দের সঙ্গে অশোভন আচরণ করেছেন। এই কারণেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এখানে ছাত্রলীগের কিছু নাই।’
বাকৃবির রোকেয়া হলের শিক্ষার্থী আফসানা আহমেদ ইভাকে হল থেকে বের করে দেওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।